Wednesday, October 18, 2017


দেশ যখন তথ্য প্রযোক্তির দিকে এগিয়ে যায়, এগিয়ে যেতে থাকে দেশের উপর লেভেল থেকে শুরু করে নিন্মলেভেলের সকল কর্মকাণ্ড। এর সাথে সাথে পাল্টে যেতে থাকে চলন, বলন, ধরণ ও সকল ধরণের রীতি নীতি। এর সাথে পাল্টে যায় মানুষের সকল অভিব্যাক্তি।
computer orbit

তথ্য প্রযোক্তি আমাদের ভাবধারাকে এমন অভিব্যাক্তির মধ্যে উপস্থাপন করেছে যে, আমাদের ভাবধারা আমরা নিজেরাই তৈরি করতে পারি।

কম্পিউটারকে খারাপ কাজে ব্যবহারের কারণে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ভেজাল খাবার যেমন করে আমাদেরকে গ্রাস করে মৃত্যুর দিকে ঠেলে দেয় পর্নো ছবিও তার ব্যাতিক্রম নয়। পারিবারিক হতাশা আর বেশি মাত্রায় পর্নো ছবি দেখার কারণে নপুংসক হয়ে যাচ্ছে অল্প বয়সি কিশোর কিশোরিরা।
 ভারতের একটা জরিপে দেখা যায় যে, শতকরা ২২ শতাংশ কিশোর কিশোরি যৌবন ক্ষমতা হারাচ্ছে এই পর্নো ছবি দেখার কারণে।
---------------------------------------
নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি

শিক্ষক ছাত্রের সম্পর্ক ও বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে জানুন

ভেজাল খাদ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের ভূমিকা কি?
------------------------------------------------------------------------------------------------------


তাই একদিকে আমাদেরকে ভেজাল খাবার যেমন পরিহার করতে হবে অন্যদিকে ছোট ছোট ছেলেমেয়েদেরকে পর্নো ছবির আসক্তি থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুন্দর ভবিষ্যৎ নির্মানের জন্য সকলকে ভেজাল খাদ্য নিরুপণ ও পর্নো ছবির আসক্তি থেকে মুক্তির জন্য একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

0 comments:

Post a Comment

Today Pageviews

Follow me

Clock

আই পি থেকে লোকেশন

ip address

Popular Posts

Join Us

Blog Archive