Tuesday, October 3, 2017

সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে হতাশামুক্ত থাকাটা আমাদের জন্য খুবই জরুরী কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা অনেকেই জানিনা কিভাবে নিজেদের হতাশাগুলো দূরে রেখে জীবনকে আরও একটু আনন্দের সাথে অতিবাহিত করবো আবার অনেকেই তাদের হতাশা কাটিয়ে উঠার উপায় খুঁজে খুঁজে বেড়ায়। আসুন এবার জেনে নি কিভাবে আমরা হতাশামুক্ত জীবন গড়ে তুলতে পারি…………….
Orbit4all-হতাশা থেকে কিভাবে মুক্তি পেতে পারি?

ব্যায়াম করুনঃ

আপনার শরীর মন ফুরফুরে রাখতে ব্যায়ামের বিকল্প আর কিছু হয়না। আর শরীর মন দুটোই যখন ফিট থাকে তখন হতাশা আপনাআপনি আপনার থেকে দূরে সরে যাবে। তাই হতাশা মুক্ত থাকে ব্যায়ামের অভ্যাস করতে হবে।

আনন্দ করুনঃ

জীবন একটাই আর আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি একবারই। তাই গোমড়া মুখো হয়ে না থেকে জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে শিখি। হতাশামুক্ত থাকার জন্য  আনন্দ করার কোন বিকল্প হয় না

সব কিছু ব্যক্তিগতভাবে মেনে নেওয়া ঠিক নয়ঃ

জীবনে চলার পথে আমাদের চারপাশে নানা ধরণের মানসিকতা সম্পন্ন মানুষ বসবাস করে। আর তাই যেকোন বিষয়ে মতভেদ ভিন্ন হবে, সে কারণেই সবার সব কথা ব্যক্তিগতভাবে মেনে নেওয়া ঠিক নয়। এতে হতাশা দিন দিন বৃদ্ধি পাবে

অন্যদের মতামত মূল্যায়ন করুনঃ

সব সময় নিজের মতামতকে পরিসমেইপ্ত না ভেবে অন্যদের মতামতকে মূল্যায়ন করতে হবে। দেখবেন জীবন যাপন অনেক সহজ হয়ে যাবে আর সাথে আপনিও নিজে হতাশা মুক্ত থাকতে পারবেন

নিজেকে আনন্দিত রাখুনঃ

আপনি যতোটা পারেন নিজেকে আপনার পারিপার্শ্বিক অবস্থার সাথে মানিয়ে নিতে চেষ্টা করুণ। আশেপাশের পরিবেশ, রং, সৌন্দর্য, বৈচিত্র সব কিছুর সাথে নিজেকে মিলেমিশে একাকার করে দিন। তবেই না হতাশা মুক্ত থাকতে পারবেন

যুক্ত থাকুন সবার সাথেঃ

আপনা আপনি নিজেকে ভুলেও কখনো অন্যের থেকে বিচ্ছিন্ন করে রাখবেন না। আপনি যতো নিজেকে আর সবার থেকে দূরে সরিয়ে রাখবেন হতাশা তত বেশী আপনাকে গ্রাস করবে। সবার সাথে সংযুক্ত থাকুন, হতাশাকেনাবলুন

যখনই হতাশাবোধ করবেন একটু আলাদা সময় করে নিয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুণ। নিজেকে বুঝুন নিজেকে নিয়ে ভাবুন

0 comments:

Post a Comment

Today Pageviews

Follow me

Clock

আই পি থেকে লোকেশন

ip address

Popular Posts

Join Us

Blog Archive