Orbit Computer-Founder Of This Blog
লিখতে চাইলে অনেক কিছু লেখা যায়। লেখার কোন শেষ খুজে পাওয়া যাবে না।এত বেশি কিছু লিখতে চাইনা।  আমাদের প্রধান উদ্দেশ্য ফটিকছড়িতে সর্ববৃহত ফ্রীল্যান্সারস কমিউনিটি বেইস তৈরি করা অল্প কিছুদিন আগেও এই বিষয়ে আমরা দেমন কিছু জানতাম না। চেষ্টাই আমাদের সাফল্যকে উন্নতির চরম সিমায় এনে দার করিয়েছে। আমরা চাই আমাদের এই ফটিকছড়িতে তথা বাংলাদেশে আর কোন বেকার যোব সমাজ যেন না থাকে। ধারণা কারো থাকেনা ধিরে ধিরে মানুষের মনে ধারণা জন্ম নেয়। এই ধারণা থেকেই শিখার আগ্রহ। আর আমাদের কাছে আগ্রহ নিয়ে শিখতে আসলেই আমরা ধন্য। আমাদের সকল কোর্স তিন থেকে চার মাস মেয়াদী এবং মাস কাজ শেখার পর এক মাস প্র্যাক্টিকাল কাজ করার মাধ্যমে স্টুডেন্টদেরকে মেধা যাচাই এর মাধ্যমে এক্সপার্ট করে তোলা হয় শুধুমাত্র কোর্স করানোই আমাদের দায়িত্ব বা উদ্দেশ্য নয় কোর্স শেষ হওয়ার পর কিভাবে কাজ পেতে হয় এবং কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হয়, তার সবই দেখানো হয় এবং সব রকম সাহায্য করা হয়
         
আমরা গতানুগতিক নিয়মের মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদাকেই বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো বর্তমান সময়ের তথ্য প্রযুক্তিকে পুরোপুরিভাবে কাজে লাগিয়ে একটি কমিউনিটি বেইসমেন্ট তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা।  নতুন প্রজন্ম যাতে করে প্রযোক্তির ধাপে ধাপে আরও এগিয়ে যেতে পারে এবং উন্নতির চরম শিখরে আরোহন করতে পারে এটিই আমাদের লক্ষ। আমাদের প্রচেষ্টা থাকবে সব সময় বর্তমান তরুণ প্রজন্মকে আগ্রাসী সকল পথ থেকে সরিয়ে বাস্তবতার ভিত্তিকে কর্মমুখি করে গড়ে তুলতে। আমরা পাঠক আমাদের যারা শুভানুধ্যায়ী তাদের সহযোগিতা কামনা করি


ফ্রিল্যন্সিং এর মাধ্যমে একদিকে দেশের বেকার যুব সমাজ ইনকামের পথ খুঁজে পাবে অন্যদিকে এই যুব সমাজ হবে দেশের ভবিষ্যৎ কর্ণধার। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের যুব সমাজকে বিজ্ঞান প্রযুক্তি, ফ্রীল্যান্সিং এবং ইন্টারনেট সম্পর্কের যাবতীয় তথ্য প্রদান করার মাধ্যমে তাদেরকে এই সেক্টরে কাজ করার জন্য আগ্রহী করে গড়ে  তোলা। আমাদের প্রকাশিত তথ্যের মাধ্যমে যদি কেহ তাদের আত্ম কর্মসংস্থান করার রাস্তা খুঁজে পায় তাহলে একদিকে তারা স্বাবলম্বী হবে অন্য দিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বয়ে আনবে। এই লক্ষ্য নিয়েই আমাদের আগামীর পথ চলা

Today Pageviews

Follow me

Clock

আই পি থেকে লোকেশন

ip address

Popular Posts

Join Us

Blog Archive