Saturday, January 27, 2018

Wednesday, January 3, 2018

জিরু থেকে হিরু কথাটা শুনলে আমরা যেন শিউরে উঠি। মাথা লম্বা করে গা কে হেলেধুলে সামনে একটু গিয়ে দেখি ব্যাপার টা কি। কথাটা যেন আমরা আচমকা শুনলাম। আর কোনদিন আমাদের সামনে এমন কথা ভেসে আসে নি। অবাক করার মতো এমন কথা যদি আমাদের সামনে এসে কেউ বলে আমাদের চোখ যেন কপালে উঠে যায়। অন্যের এমন সফল হওয়ার কাহিনি না শুনে আমাদের কাহিনি অন্যকে শুনালে হয়তো তারাও আমাদের মতো চোখ কপালে তুলবে ও আমাদের কাহিনি নিয়ে তারা তাদের জীবন সাজাতে পারবে।
Orbit Computer/ সফল ব্যবসায়ী হওয়ার কৌশল/ Strategy to be a successful business/ 

 আমরা কি পারিনা অন্যের এমন কাহিনি না পড়ে আমরা নিজেরাই আমাদের কাহিনি গড়ে তুলতে?
তখন হয়তো অন্যরা আমাদের কাহিনি নিয়ে মাতোয়ারা হয়ে উঠবে।
আমাদের নিজেদের এমন কাহিনি গড়ার জন্য আমাদেরকে কয়েকটি পদক্ষেপ অতিক্রম করতে হবে।
আসুন এবার জেনে নেয়া যাক এসব পদক্ষেপগুলো আমাদের জন্য কি হতে পারে…..

১. দৃড়চিত্রের সাথে যে কোন একটা কাজে লেগে থাকাঃ- আমরা যে কোন একটা কাজ ১-২দিন বা মাস কয়েক করার পড় সে কাজে অমনোযোগি হয়ে পড়ি। কেননা আমাদের নিজেদের সে কাজের প্রতি কোন আগ্রহ থাকেনা।

তাই আমরা ২-৩দিন বা ১-২মাস কাজ করার পড় অন্য কাজের দিকে ধাবিত হই। আমরা সবাই জানি যে, “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি”। কিন্তু আমরা সে পরিশ্রম না করে আঙ্গুল ফুলে কলাগাছ হতে চাই। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা।
পৃথিবীতে যারা উন্নতির চরম সিমায় পদার্পণ করেথে তাদের ফেছনে রয়েছে কঠোর পরিশ্রমের কেচ্ছা কাহিনি।
তাই উন্নতির চরম সিমায় আরোহণ করতে চাইলে আমাদের উচিৎ যে কোন একটা কাজে লেগে থাকা।


আরও জানতে ঘুরে আসুন নিচের দেওয়া লিংকে..................




২. ইতিবাচক মনোভাবঃ- ইতিবাচক মনোভাব ব্যবসায়ের সফলতার প্রধান উপয়। ইতিবাচক মনোভাব ছাড়া কোন ব্যবসায়ের অস্থিত্ব টিকে থাকতে পারে না।তাই কোন ব্যবসা শুরু করার আগে বা ব্যবসা চলাকালীন সময়ে সে ব্যবসা সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি করা ব্যবসায়ের সফলতার অন্যতম উপায়।

৩. ঝুঁকি গ্রহণঃ- নতুন পণ্যেরে আগমণে ব্যাসায়ে ঝুঁকি গ্রহণের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাই। কেননা নতুন পণ্য পাওয়ার ফলে ক্রেতারা পুরাতনের দিকে এগিয়ে যেতে চাই না।কারণ মানুষ সবসময় নতুনের সন্ধানে ভলিয়ান।

ব্যবসায়ে ঝুঁকি আসবে সেটা স্বাভাবিক ব্যপার। ঝুঁকি আসার ভয়ে আমরা যদি হাত গুঠিয়ে বসে থাকি আমাদের ব্যবসায়ের কখনো উন্নতি সাধিত হবে না।তাই ঝিুঁকি গ্রহণের প্রস্থুতি নিয়ে আমাদের ব্যবসায়ের দিকে এগোতে হবে।

ঝুঁকি গ্রহণ ছাড়া কোন ব্যবসায়ের সাফল্য অর্জন সম্ভব নয়। তাই আমাদের ঝুঁকি গ্রহণের জন্য সর্বাবস্থায় প্রস্থুত থাকতে হবে।
তাই নতুন নতুন পণ্যের আমদানি মা্ধ্যমে আমাদের ঝুঁকি গ্রহণের প্রবণতা কমাতে হবে।

৪. আত্ববিশ্বাসঃ- আত্ববিশ্বাস ছাড়া কোন ব্যবসায়ের সাফল্য অর্জন একেবা্রেই সম্ভব নয়। ব্যবসায়ের সূদুরপ্রসারি চিন্তাভাবনা আমাদের আত্ববিশ্বাসকে জাগ্রত করে।তাই আত্ববিশ্বাস ছাড়া যেমন কোন ব্যবসা টিকে থাকতে পারে না তেমনি সে ব্যবসা কখনো সুফল বয়ে আনতে পারে না। তাই আত্ববিশ্বাস নিয়ে আমাদের ব্যবসাকে সমৃদ্ধ করার মানসে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

৫. ইতিবাচক চিন্তা:- ইতিবাচক চিন্তা ছাড়া ব্যবসায়ের সম্প্রসারণ ও প্রসারণ কখনোই সম্ভব না। তাই ব্যবসাকে নিয়ে আমাদের সবসময় ইতিবাচক চিন্তা চিন্তা করতে হবে।

Today Pageviews

Follow me

Clock